যুদ্ধাপরাধিদের সম্পত্তি বাজেয়াপ্ত বিষয়ক আইন প্রণীত হবে বাংলাদেশে

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের দায়ে দন্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার লক্ষ্যে কি ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়-সে বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। আইনমন্ত্রী বলেছেন, জনগণের দাবি ও চাওয়ার পরিপ্রেক্ষিতেই এ ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে কয়েকটি সংগঠন যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে আসছে। আইনমন্ত্রী আনিসুল হক বুধবার বলেছেন, এ ব্যাপারে চিন্তা-ভাবনা আছে এবং এ লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করতে হবে।
যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করার উদ্যোগও নিয়েছে সরকার। আইন মন্ত্রণালয় এ লক্ষ্যে আইনের খসড়া চূড়ান্ত করেছে এবং তা মন্ত্রীসভায় অনুমোদনের জন্যও উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। আর এ লক্ষ্যে বিদ্যমান ১৯৭৩ সালের আইন পরিবর্তনের প্রয়োজন হবে।
দুই মন্ত্রীর শপথ ভঙ্গ বিষয়ে উচ্চতর আদালতের রায় সম্পর্কে আইনমন্ত্রী জানিয়েছেন, তাদের মন্ত্রীসভা থেকে পদত্যাগের কোনো প্রয়োজন নেই।...ঢাকা থেকে আমীর খসর

Your browser doesn’t support HTML5

শুনুন আমির খসরুর প্রতিবেদন