ওয়াশিংটন আবহাওয়া


শ্রোতা বন্ধুরা আজ ওয়াশিংটন, ভার্জেনিয়া, ম্যারিল্যান্ডসহ পূর্ব উপকূল প্রচন্ড শীতে কাঁপছে। গতকাল থেকেই আবহাওয়ার পূর্বাভাসে বারবার জানানো হচ্ছে প্রচন্ড ঠান্ডা ও তূষার পাতের কথা--- ৬ থেকে ১০ ইঞ্চি বরফ পড়বে এবং তাপমাত্রা হিমাংকের নীচে প্রায় ১৫ ডিগ্রী নেমে যাবে তারা সংগে ঘন্টায় প্রায় ৪০ মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে থাকবে। ভাবতে পারেন এই অবস্থার কথা?
সরকারী অফিস আজ বন্ধ ঘোষনা করা হয়েছে কিন্তু জরুরী কাজ কর্ম বন্ধ নয় তাই আমরাও ষ্টুডিওতে রয়েছি।