পশ্চিমবঙ্গের বৃহত্তর কলকাতার নিউটাউনে তথ্য প্রযুক্তি শিল্পে নয়া দিগন্ত সূচিত হলো। আজ সোমবার পূর্ব ভারতের বৃহত্তম আইটি হাব এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহত্তর কলকাতার নিউটাউনে একশো একর জমিতে তৈরি হবে ‘সিলিকন ভ্যালি এশিয়া’। জানা যাচ্ছে ‘বৃহত্তর কলকাতার নিউটাউনের নয়া তথ্যপ্রযুক্তি তালুকে থাকছে বিশ্বমানের প্রযুক্তি। নতুন আইটি হাবে বাড়বে কর্মসংস্থান, অন্তত এমনটাই বললেন মুখ্যমন্ত্রী।
বিশ্বের সবচেয়ে বড় আইটি হাব বললে প্রথমেই যে নামটা মনে আসে, তার নাম ‘সিলিকন ভ্যালি।’ এবার ক্যালিফোর্নিয়ার এই বড় আইটি হাবের আদতেই হবে নিউটাউনে ‘সিলিকন ভ্যালি এশিয়া।'
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।
WB IT