ভারতে বন্যায় কেরলেই ১৮৭ জনের মৃত্যু

ভারতে নতুন করে ভারী বৃষ্টির ফলে কেরলের বন্যা পরিস্থিতি অতি ভয়াবহ রুপ নিয়েছে। সরকারি ও বেসরকারি সূত্রের মতে সর্বশেষ খবর অনুযায়ী এখনো পর্যন্ত ১৮৭ জনের মৃত্যু হয়েছে। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

বন্যা পরিস্থিতি শুধু যে কেরলে তা নয়, দেশটির সাতটি রাজ্যে বন্যায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। কেরলের পাশাপাশি উত্তরপ্রদেশে ১৭১ জন, পশ্চিমবঙ্গে ১৭০ জন, মহারাষ্ট্রে ১৩৯ জন, গুজরাতে ৪৪ জন এবং নাগাল্যান্ডে চার জন প্রাণ হারিয়েছেন চলতি বর্ষার মৌসুমে।

এই মুহূর্তে কেরলের বন্যা পরিস্থিতিতে জোর কদমে চলছে উদ্ধার ও ত্রাণকার্য। বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির তৈরি হয়েছে। বন্যা দুর্গতদের সহায়তা করতে পৌঁছে গিয়েছে ভারতীয় সেনাও। তারা প্রাথমিকভাবে ভেঙে ও ভেসে যাওয় সড়ক তৈরি করার কাজে ব্যস্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ইতোমধ্যেই আকাশপথে কেরলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে তিনি একশো কোটি টাকার কেন্দ্রীয় আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন বলে সরকারী সূত্রের খবর।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।