জুলুম হলে ফিরে আসুন: শ্রমীকদের প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আহবান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, সেই রাজ্যের যে সব শ্রমিক অন্য রাজ্যে কাজ করছেন আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার মধ্যে, তারা যেন নিজের রাজ্যে ফিরে আসেন।

রাজ্যের পুরুলিয়া জেলার কোটশিলায় সরকারি পরিষেবা প্রদান উপলক্ষ্যে আয়োজিত এক সভার মঞ্চে দাঁড়িয়ে রাজস্থানে রাজ্যের মালদা জেলার বাঙালী শ্রমিক আফরাজুল খানের নৃশংস খুনের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আহ্বান, "যাঁরা বাইরে কাজ করছেন, জুলুম হলে ফিরে আসুন। আমরা খেলে একমুঠো ভাত আপনাদেরও খাওয়াতে পারবো। হোক না তা মোটা ভাত আর মোটা কাপড়।"

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশীষ ঘোষ রায়ের রিপোর্ট।