কোনও দাদাগিরি মানব না: নতুন দিল্লীর বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় গণতান্ত্রিক দেশে, কেন্দ্রের কোনও দাদাগিরি মানব না।

নতুন দিল্লীতে অনুষ্ঠিত ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা আন্তঃরাজ্য পর্ষদের বৈঠকে রণং দেহি মেজাজে এ কথাই একেবারে এই ভাষাতেই জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের কুর্সিতে বসে রাজনীতি করা চলবে না বলেও একপ্রকার হুঁশিয়ারিও দেন তিনি। মমতা বন্দোপাধ্যায় বলেন, রাজ্যগুলির উন্নয়ন না হলে দেশ উন্নত হবে না। সেক্ষেত্রে রাজ্য ডুবলে কেন্দ্রও ডুববে। তাই গদিতে বসে কেন্দ্রের সরকারের কেবল রাজনৈতিক বক্তব্য দিলে হবে না। রাজ্যগুলিকে সহমতে নিতে হবে বলে তিনি সাফ জানিয়ে দেন। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

কোনও দাদাগিরি মানব না: নতুন দিল্লীর বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী