কলকাতা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

গত ১৪ দিন ধরে কলকাতার মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের নতুন হোস্টেলে থাকতে দেওয়ার দাবিতে যে অনশন আন্দোলন চলছিল আজ তা অবশেষে উঠে গেল। আজ অনশন আন্দোলনের ১৪তম দিনে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার লিখিত আশ্বাস দেওয়ার পরই অনশন প্রত্যাহার করে নেন আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া ছাত্ররা।

আজ কলকাতার মেডিক্যাল কলেজের কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নতুন হোস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য দু’টি তলা, পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য দু’টি তলা এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়াদের জন্য দু’টি তলা নির্দিষ্ট করা হবে। এ নিয়ে কাউন্সিল লিখিত তালিকা প্রকাশ করবে বলে জানান কলকাতা মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক ভদ্র। এরপরেই অনশনরত পড়ুয়ারা জানান, কলেজ কাউন্সিল লিখিত তালিকা প্রকাশ করলে, তাঁরা সেটা মেনে নেবেন। এরপর লিখিত তালিকা প্রকাশিত হতেই উঠে যায় অনশন।

এদিকে, অনশনরতদের মধ্যে পাঁচ জন অসুস্থ। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।