পশ্চিমবঙ্গে বাবরী মসজিদ ভাঙার দিনটি সংহতি দিবস হিসেবে পালন করা হয়: মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর রাজ্যে বাবরী মসজিদ ভাঙার দিন অর্থাৎ ৬ই ডিসেম্বর দিনটি সংহতি দিবস হিসেবে পালন করা হয়।

২৬ বছর আগে ১৯৯২ সালের এই দিনেই অযোধ্যার বাবরী মসজিদ ভাঙা হয়েছিল, যার ফলে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু আর সংখ্যালঘু মুসলমানদের মধ্যে একটা স্পষ্ট বিভেদ সৃষ্টি হয়েছে। মমতা বলেন, নির্বাচনের আগে সেই বিভেদ আরো বড় করে তোলার চেষ্টা চলছে। কিন্তু এই রাজ্যের মানুষ ঐ অপচেষ্টায় সামিল হন না। পশ্চিমবঙ্গে এই দিনটি সংহতি দিবস হিসেবে পালিত হয়।

আজ কলকাতায় বামপন্থী দলগুলি একটি সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল বের করে। ওদিকে মুসলমানদের বিভিন্ন সংগঠনের তরফেও কয়েকটি মিছিল বেরোয়। তাদের কাছে আজকের দিনটি কালা দিবস হিসেবে বিবেচিত।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী’র রিপোর্ট।