পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের মাওবাদী কায়দায় পাহাড়েও কাটা হল রাস্তা এরই পরিপ্রেক্ষিতে পুলিশের কাঠগড়ায় গোর্খা জনমুক্তি মোর্চা অর্থাৎ বিমল গুরুঙ্গ পন্থী মোর্চা সদস্যরা
সরাসরি এমনই খবর জঙ্গলমহলের মাওবাদীদের কায়দায় পাহাড়ে এবার রাস্তা কাটল গোর্খা জনমুক্তি মোর্চা। পাতলেবাস থেকে পিংলা পর্যন্ত তিন জায়গায় কাটা হয়েছে রাস্তা। প্রশাসনের হস্তক্ষেপ আটকাতে গুরুঙ্গপন্থীরাই রাস্তা কেটেছে বলে অভিযোগ পুলিশ প্রশাসনের। প্রসংগত বলা যেতে পারে
পাতলেবাসেই সঙ্গীদের নিয়ে থাকতেন গোর্খা জন মুক্তি মোর্চা প্রধান বিমল গুরুঙ্গ। অন্যদিকে দার্জিলিং সদর থানায় বিজেপি দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বিক্ষোভকারীদের মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ অভিযোগকারীদের। উল্লেখ করা যায় পাহাড় সফরের দ্বিতীয় দিনে প্রকাশ্যে নিগৃহীত হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ।সংবাদমাধ্যমের ছবি দেখে ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে পাহাড়ে দিলীপ ঘোষকে নিগ্রহের প্রতিবাদে নেমে উস্কানিমূলক মন্তব্য দুই জেলার দুই বিজেপি সভাপতির। আজই আসানসোলে জেলা সভাপতি তাপস রায় বলেন, তৃণমূলের কেউ বিজেপির উপর হামলা চালালে তাঁদের হাতের আঙুল ভেঙে দিন। বিজেপি কর্মীরা কেউ হাতে চুড়ি পড়ে নেই বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তাঁর আরও বক্তব্য, ইটের বিরুদ্ধে ইট, পাটকেলের বিরুদ্ধে পাটকেল দেওয়া হবে। অন্যদিকে বিজেপির উপর আবার আক্রমণ হলে বাংলার বাড়িতে বাড়িতে আগুন জ্বলবে বলে সিউড়িতে হুঁশিয়ারি দেন বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় এবং মন্তব্যের জেরেই গোটা রাজ্যেই এখন একটা চাপানউতোর পরিবেশ।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট