পশ্চিমবঙ্গে হাইকোর্ট ১৬ এপ্রিল পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া স্থগিত থাকবে বলে নির্দেশ দিয়েছে

Calcutta High Court

পয়লা মে থেকে শুরু হবার কথা পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে ভোটদান প্রক্রিয়া। কিন্তু ইচ্ছুক প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে কিনা, এই বিতর্কিত বিষয়টি এখন হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি সুহাস তালুকদার বলেন, ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে নির্বাচনী প্রক্রিয়া। এর মধ্যে পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট তৈরি করে রাজ্য নির্বাচন কমিশন তা জমা দেবে আদালতে। তৃণমূল কংগ্রেস ছাড়া অন্যান্য দলগুলি এই আদেশে খুশি। কিন্তু তৃণমূল শুক্রবার এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাচ্ছে। বিতর্কের বিষয় - নির্বাচনী প্রক্রিয়া কি শুরু হয়েছে? আইন অনুসারে একবার প্রক্রিয়া শুরু হলে তা স্থগিত রাখা যায় না। কিন্তু এখন যা পরিস্থিতি নির্বাচনী প্রস্তুতি বিলম্বিত হবেই। শেষ পর্যন্ত কবে অনুষ্ঠিত হবে নির্বাচন, তা অনিশ্চিতই থেকে যাচ্ছে।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট নির্বাচন