পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিল পরিস্থিতি

Panchayat Election

কবে হবে পঞ্চায়েত নির্বাচন, বুধবারেও তা স্থির হল না। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার বৃহস্পতিবার বেলা বারোটায় বৈঠকে বসে বিষয়টি চূড়ান্ত করবে বলে বুধবার জানানো হয়েছে।
সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট (নির্বাচন)

রমজান মাসের উপবাস পর্ব শুরুর আগেই ভোটদান পর্ব শেষ করতে রাজ্য তো আগ্রহী বটেই, কয়েকটি মুসলিম সংগঠনও বলেছে, তা না হলে হাইকোর্টের দ্বারস্থ হবে তারা। ও দিকে, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট হোয়াটসআপ-এর মাধ্যমে মনোনয়ন কাগজপত্র দাখিলের অনুমতি দেয় এমন কয়েক জনকে, যাঁরা মনোনয়ন জমা দিতে বাধা পেয়েছিলেন। কিন্তু এটা কি নিয়মিত একটি পদ্ধতি হয়ে দাঁড়াবে? বিরোধীরা কিন্তু তেমনই চাইছেন।