পশ্চিমবঙ্গের জঙ্গল মহলে মাওবাদীদের আঘাতের আশঙ্কা

India's Reserve Police Force Director General Prakash Mishra

পশ্চিমবঙ্গের জঙ্গল মহলে মাওবাদীরা যে কোনো সময় পাল্টা আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ডিরেক্টর জেনারেল প্রকাশ মিশ্র। রাজ্যের মাওবাদী অধ্যুষিত জেলা পশ্চিম মেদিনীপুরের লালগড় পরিদর্শনে এসে সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন যে এখনো কয়েকজন ফেরার মাওবাদী নেতা কে ধরা যায় নি।

তিনি আরও বলেন এধরনের দমন অভিযানে সবসময় সজাগ থাকতে হয়, নতুবা যে কোনো সময় কোনো বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। প্রকাশ মিশ্র। বলেন রাজ্য সরকারের সংগে সমন্বয় রেখে নিয়মিত যৌথ অপারেশন ও তল্লাশির কাজ চলছে। এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে জঙ্গল মহলে মাওবাদীরা ফের নতুন করে হামলার ছক কষছে। কেন্দ্রীয় গোয়েন্দারা লিখিত ভাবে কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রক কে এবিষয়ে জানিয়ে সতর্ক করে দিয়েছে বলে সংবাদ সংস্থার খবর।

এ বিষয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট পুলিশ