গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার

গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের বিরুদ্ধে চলা প্রায় দেড়শো ফৌজদারী মামলা প্রত্যাহার করার আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যপ্রশাসনের সদর দপ্তর নবান্নে রাজ্য সরকারের শীর্ষকর্তা দের সংগে বৈঠকের পর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের এগজিকিউটিভ কাউন্সিলের সদস্য রোশন গিরি সংবাদ মাধ্যমের কাছে এই দাবী করেছেন।

বিভিন্ন বকেয়া বিষয় নিয়েও রাজ্যসরকারের সংগে জিটিএর প্রতিনিধিদের দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। সব ইস্যুতেই রাজ্য সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাসও মিলেছে বলে জিটিএর প্রতিনিধিরা দাবী করেছেন।

রাজ্য সরকারের তরফে বৈঠকে নেতৃত্ব দেন রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি সহ উচ্চ পদস্থ আধিকারিক। আগামী ১৫ই ডিসেম্বর আবার এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে দার্জিলিং এ।

এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট