উত্তর বঙ্গের পাহাড়ে রাজবংশী উন্নয়ন পর্ষদ গঠিত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার উত্তর বঙ্গের পাহাড়ে রাজবংশী উন্নয়ন পর্ষদ গঠন করলেন। একই সঙ্গে কামতাপুরি ভাষাকে স্বীকৃতি দিতে তিনি কামতাপুরি ভাষা একাডেমীও গঠন করলেন। পাশাপাশি উত্তর বঙ্গের পাহাড়ের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় পাহাড় নিয়ে শান্তি বৈঠকের আগে নবরূপে সজ্জিত বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের উদ্বোধনও করলেন।

মুখ্যমন্ত্রী বলেন, "এই স্টেডিয়ামে অনুর্ধ্ব সতেরো ফুটবল বিশ্বকাপ হচ্ছে। আমরা চাই ভবিষ্যতে এখানে ফুটবল বিশ্বকাপ হোক।"

রাজবংশী উন্নয়ন পর্ষদ গঠন প্রসঙ্গে তিনি বলেন, রাজবংশী ভাষা একাডেমী আগেই গঠন করা হয়েছে। এবার বিধায়ক অনন্ত দেব অধিকারিকে চেয়ারম্যান করে রাজবংশী উন্নয়ন পর্ষদ গড়া হল। এই পর্ষদের ভাইস চেয়ারম্যান হয়েছেন বংশীবদন বর্মন এবং গিরিজাশংকর রায়। একই সঙ্গে বংশীবদন বর্মনকে রাজবংশী ভাষা একাডেমীরও ভাইস চেয়ারম্যান করা হয়েছে। নৃসিংহপ্রসাদ ভাদুড়িকে কামতাপুরি ভাষা একাডেমীর চেয়ারম্যান এবং অতুল রায়কে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। রাজ্যের আসন্ন পঞ্চায়েতের আগে গ্রেটার নেতা বংশীবাবুকে স্বীকৃতি দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল বলে খবর।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।