পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেলের পঞ্চায়েত প্রধান রীতু সিংয়ের স্বামী, তৃণমূল নেতা দিলীপ রামকে খুনের প্রতিবাদে আগামীকাল ২৪ ঘণ্টা চুঁচুড়া বিধানসভা এলাকা বনধের ডাক দিল তৃণমূল কংগ্রেস।
নিহতের পরিবারের অভিযোগ, দিন দুয়েক আগে হুমকি ফোন এসেছিল দিলীপ রামের কাছে। পুলিশকে সে কথা জানানো হয়েছিল। দুটো নম্বরও দেওয়া হয়েছিল পুলিশকে। কিন্তু কোন নিরাপত্তা দেওয়া হয়নি। জানা যাচ্ছে, কল দুটো এসেছিল ঝাড়খণ্ড থেকে। আজকের খুনের সঙ্গে এই ফোন কলের কোন যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, অনেকদিন ধরেই খুনের ছক কষা হয়েছিল। দিলীপ রামের গতিবিধির উপরে নজর রাখা হচ্ছিল।
প্রসঙ্গত বলা যেতে পারে আজ শনিবার সাতসকালেই ব্যান্ডেল স্টেশনে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
আশঙ্কাজনক অবস্থায় ব্যান্ডেল জিআরপি এবং স্থানীয় লোকেরা তাঁকে চুঁচড়া হাসপাতালে ভর্তি করলে, ঘণ্টাঘানেকের মধ্যেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। খুনের ঘটনায় তদন্তে নেমেছে ব্যান্ডেল জিআরপি ও ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।