বিজেপি বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হতে পারেন মমতা

ভারতে লোকসভা ভোটের দামামা বাজতে এখনো বেশ খানিকটা দেরি অর্থাৎ আগামী বছর ২০১৯। আর সে নির্বাচনে বিরোধী জোটের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে স্বাভাবিকভাবে উঠে এসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। কিন্তু প্রশ্ন হল, তৃণমূল নেত্রী কি সব বিরোধীদের সমর্থন পাবেন? প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সমর্থন কিন্তু পেয়েই গিয়েছেন তিনি। স্পষ্ট ভাষাতেই তিনি জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী পদে তুলে ধরা হলে, তিনি সব সময় তাকে স্বাগত জানাবেন।

বস্তুত, এই মুহূর্তে ভারতে বিরোধী ঐক্যের জন্যই এখন উঠে পড়ে লেগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেবল পশ্চিমবঙ্গেই নয়, প্রয়োজনে গিয়েছেন দিল্লিতেও। কথা বলেছেন একাধিক বিরোধী নেতার সঙ্গে। তাঁর এই উদ্যোগের কথা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়াও। তিনি বলেন, তৃতীয় ফ্রন্ট গঠন এখন একদম প্রাথমিক পর্বে রয়েছে। দুই-তিন মাস পরে বিষয়টি বোঝা যাবে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।