২০১৯ এর সাধারণ নির্বাচনে সাম্প্রদায়িকতা বিরোধী শক্তিকে একজোট হবার আহবান জানিয়েছে কংগ্রেস

ভারতে বিজেপি'র বিপুল সংখ্যাগরিষ্ঠতাকে পর্যুদস্ত করতে বিরোধী দলগুলির জোট বেঁধে লড়াই ছাড়া যে কোন উপায় নেই, তা সকলেই বুঝতে পারছেন। সেই চেষ্টাও শুরু হয়ে গিয়েছে।

রবিবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ভারতের সাম্প্রদায়িকতা বিরোধী শক্তিগুলিকে একজোট হয়ে ২০১৯ এর সাধারণ নির্বাচনে নামার আহবান জানানো হয়েছে। বলা হয়েছে, এটা হবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। তার আগের দিন একুশে জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সব দল মিলে জোট বেঁধে আগামী বছর ভোটে কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন। এতে পশ্চিমবঙ্গের মুসলিম জনসাধারণ ও অসাম্প্রদায়িক মানুষের প্রতিক্রিয়া কী- তা জানিয়েছেন বিবিসি'র অবসরপ্রাপ্ত সাংবাদিক সাগর চৌধুরী।

হাতে সময় মাত্র কয়েক মাস। এর মধ্যে জোট গঠন অসম্ভব না হলেও কঠিন। তাই সকলেই ময়দানে নেমে পড়েছেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী'র প্রতিবেদন।