ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে দুর্গাপূজোর আমেজ ভিন্ন

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজো। খ্রিস্টানদের যেমন বড়দিন, মুসলিমদের ঈদ, পশ্চিমবঙ্গের বাঙালিদের তেমনি দুর্গাপূজো। ভারতের অন্য সব অঞ্চলের থেকে পশ্চিমবঙ্গে একেবারে অন্যরকম ভাবে এই উৎসব পালন করা হয়। কিন্তু কেন- তা জানতে কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী’র সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকেও কথা বলেছেন তাওহীদুল ইসলাম।

সর্বত্রই মা দুর্গা একই, তাঁর পূজোও তো সব জায়গায় একই হওয়ার কথা- তা হলে বাঙালির দুর্গাপূজা সকলের থেকে আলাদা কেন? ধর্মীয় আচার অনুষ্ঠানের থেকে বাঙালির দুর্গাপূজায় সামাজিক আনন্দ প্রাধান্য পাওয়ার কারণ কী? পূজো উপলক্ষে সকলে একসঙ্গে মিলিত হন, সেটাও এই উৎসবের অঙ্গ? আগে যে ভাবে দুর্গাপুজো হতো, এখন কি তা বদলে গিয়েছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজোয় এত উৎসাহীত কেন-- এমন নানা প্রশ্নের উত্তর জানিয়েছেন আমাদের সংবাদদাতা।

Your browser doesn’t support HTML5

ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে দুর্গাপূজোর আমেজ ভিন্ন