পশ্চিমবঙ্গের আসন্ন পুজোর নিরাপত্তায় আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হবে

রাজ্যের আসন্ন দূর্গোৎসবে পুলিশি নজরদারির পাশাপাশি পুজোয় নিরাপত্তার জন্য তৃণমূল কাউন্সিলরের বিশেষ উদ্যোগ। আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হবে একাত্তর নম্বর ওয়ার্ডে। পুজোর আকাশে উড়বে ড্রোন। বড় রাস্তা থেকে শুরু করে অলি-গলি। রাস্তার যানজট থেকে মণ্ডপে দর্শনার্থীদের লাইন। সব জায়গায় নজরদারি চলবে ওপর থেকে।কলকাতা পুরসভার একাত্তর নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নজরদারির জন্য তিনটি ড্রোনের ব্যবস্থা করেছেন স্থানীয় কাউন্সিলর পাপিয়া সিংহ। গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে নজরদারি।

আজই ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে ওড়ানো হয় ড্রোন। তৈরি হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। আটকিলোমিটার এলাকার ছবি স্পষ্টভাবে ধরা পড়বে ড্রোনগুলিতে।একাত্তরের নম্বর ওয়ার্ডে ছোট-বড় মিলিয়ে পঁচিশ থেকে তিরিশটি পুজো হয়। পুলিশের পাশাপাশি আকাশপথে নজরদারি থাকায় সব ধরণের অপ্রীতিকর অবস্থায় ঠেকানো যাবে বলে দাবি কাউন্সিলরের।সেই সাথে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশও সদা সর্তক দূর্গোৎসব কে নির্বিঘ্নে সম্পন্ন করতে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট