বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচন নিয়ে আজ রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই অধিগ্রহণ করা হবে ক্যাম্পাস। সেজন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে প্রস্তুত থাকার জন্য চিঠিতে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

Your browser doesn’t support HTML5

বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন

ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচন কমিশনের এই চিঠি ইঙ্গিত দিচ্ছে যে খুব শিগগিরই ভোটের দিন ঘোষণা হতে চলেছে। প্রসঙ্গত বলা যেতে পারে এবার রাজ্যে বিধানসভা ভোটে হাইভোল্টেজ লড়াই হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একুশে বাংলা বিজয়ের টার্গেট নিয়েছে বিজেপি। সেই লক্ষ্যপূরণে ইতিমধ্যেই কোমরবেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে পাল্টা রণনীতি নিয়ে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূলও। একের পর এক জেলায় সফর শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা, প্রশাসনিক সভা, কর্মীসভা করছেন তিনি। এবার ভোটে বাংলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল থেকে ওয়াকিবহল মহল।