পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা বরদাস্ত নয়। আত্মরক্ষার্থে প্রয়োজনে গুলিও চালাতে পারে বাহিনী। সূত্রের খবর, দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন। এদিকে দ্বিতীয় দফার ভোটে মোতায়েন থাকবে ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
Your browser doesn’t support HTML5
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন
উল্লেখ করা যেতে পারে প্রথম দফা ভোটের আগের দিন অর্থাত্ ২৬ মার্চ রাতে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের আড়গোয়াল গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হন পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী। বোমার আঘাতে গুরুতর জখম হন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও। সংশ্লিষ্ট সূত্রের খবর, সেই ঘটনার পরই নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে।ভবিষ্যতে যদি কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয়, তাহলে আত্মরক্ষার স্বার্থে যা ব্যবস্থা নেওয়ার বাহিনী নেবে। প্রয়োজনে গুলিও চালাতে পারে বাহিনী।