নির্বাচনের সঙ্গে যুক্ত সব প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সতর্ক করে দিয়েছে কমিশন

পশ্চিমবঙ্গে চার দিন ভোট হয়ে গিয়ে বাকি তিন দিন। কিন্তু চতুর্থ দিনের নির্বাচন ও পরবর্তী হিংসায় চার জন নিহত হন। বাকি ভোটের দিনগুলিতে যেন এর পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন আরও কড়া ভূমিকা নিচ্ছে। নির্বাচনের সঙ্গে যুক্ত সব প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সতর্ক করে দিয়ে কমিশন বলেছে, কোনও রকম হিংসার ঘটনা ঘটলে তার জন্য দায়ি থাকবেন সংশ্লিষ্ট অধিকারিক। কর্তব্যে গাফিলতির জন্য তাঁকে শাস্তিও পেতে হবে। আইন অনুযায়ী নির্বাচনে যুক্ত সমস্ত সরকারি আধিকারিক কমিশনের অধীন। তাই কাজে বিচ্যুতি ঘটলে শাস্তিও পেতে হবে কমিশনের কাছ থেকেই। সোমবার পঞ্চম দিনের নির্বাচনে উত্তর ২৪ পরগনার ৩৩টি ও হাওড়ার ১৬টি আসনে ভোটগ্রহণ। মোট ৫১ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনি ও ২৩ হাজার রাজ্য পুলিশের ওপর দায়িত্ব নির্বচনে শান্তিরক্ষা ও অবাধ ভোটের পরিবেশ নিশ্চিত করা।গৌতম গুপ্তের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

gg