কোভিড রোগীদের ৯২-৯৬ % অক্সিজেন স্যাচুরেশন রাখতে নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতর

গোটা দেশ ভুগছে করোনার কবলে। বাদ নেই পশ্চিমবঙ্গ। প্রতিদিন রেকর্ড সংক্রমণ ও মৃত্যু ঘটছে। আর এই পরিস্থিতিতে গোটা দেশেই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠছে অক্সিজেন। ভারতে শুধু অক্সিজেনের অভাবেই যে কত রোগীর মৃত্যু হয়েছে, তার ইয়ত্তা নেই। তাই পরিস্থিতি আন্দাজ করে এবার হাসপাতালগুলির জন্য নতুন নির্দেশিকা দিল পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতর।আজ বুধবার স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, কোভিড রোগীদের ৯২-৯৬ % অক্সিজেন স্যাচুরেশন রাখতে হবে।

Your browser doesn’t support HTML5

কোভিড রোগীদের ৯২-৯৬ % অক্সিজেন স্যাচুরেশন রাখতে নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতর

৯৬% স্যাচুরেশন হয়ে গেলেই আর অক্সিজেন দেওয়ার প্রয়োজন নেই। ৯৬% স্যাচুরেশন থাকা মানেই রোগী সুস্থ থাকবে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত হাসপাতাল-নার্সিংহোমগুলিকে অক্সিজেন মজুত-সরবরাহের দায়িত্ব সুনিশ্চিত করতে হবে। এই পুরো বিষয়টি দেখভালের জন্য দায়িত্বে থাকবেন একজন সহকারী সুপার। স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, অক্সিজেন নার্সিং ম্যানেজমেন্টের দায়িত্বও প্রতিটি হাসপাতালকে নির্দিষ্ট করতে হবে। আর এই দায়িত্বে থাকবেন একজন নার্স।