তৃণমূল কংগ্রেসের বিজয়ের কারণ

পশ্চিম বঙ্গের বিধান সভা নির্বাচনে সব জল্পনা কল্পনাকে ভুল প্রমাণ করে , ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠাতায় জয়লাভ করেছে। নির্বাচনের আগাম আভাষে এমনকী বুথ ফেরৎ ভোটদাতাদের মন্তব্যেও বোঝা গিয়েছিল যে এবারের নির্বাচনে লড়াইটা হবে তীব্র। বলা হচ্ছিল যে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আঁতাতের কারণে যে বামজোট প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে সে জন্যই তৃণমূল কংগ্রেস খুব সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারে , এমনকী হেরে ও যেতে পারে ।

কিন্তু ফলাফল হলো উল্টো । মমতি বন্দ্যোপাধায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করলো। এমনকী যে বিজেপি দল গত লোক সভা নির্বাচনে পশ্চিম বঙ্গে ১৭% ভোট পেয়েছিল , তারা পেল আরও ৬% কম ভোট। এর কারণ কোলকাতা থেকে পুঙ্খানুঙ্খ বিশ্লেষণ করেছেন , লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ হাশমাত জালাল । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন , আনিস আহমেদ :

Your browser doesn’t support HTML5

শুনুন সৈয়দ হাশমত জালালের সাক্ষাৎকার