আন্তর্জাতিক নারী দিবস: বিভিন্ন শ্রেনী-পেশার নারীদের প্রতিক্রিয়া

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বৃহস্পতিবার যথাযথ ভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল 'সময় এখন নারীর: উন্নয়নে তাদের বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা'। নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের দেয়া তথ্য মতে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি হলেও, এখন দেশের নারীদের এক বিশাল অংশ অবহেলিত, নির্যাতিত এবং সহিংসতা ও বাল্য বিবাহের শিকার।

তাদের মতে সকল ক্ষেত্রে পুরুষ এবং নারীর সমঅধিকারের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নাই। আন্তর্জাতিক নারী দিবসে এ সকল বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন সহ বিভিন্ন শ্রেনী পেশার নারীদের সঙ্গে কথা বলে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা নাসরিন হুদা বিথী’র রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

নাসরিন হুদা বিথী’র রিপোর্ট।