নারীরা কেন বিজ্ঞানে পুরুষদের তুলনায় পিছিয়ে আছে?

মরিয়ম মিরজাখানি

আজকের পৃথিবীতে গণিতের সর্বোচ্চ স্বীকৃতি ফিল্ডস মেডাল। অনেকেই এই পুরস্কারকে গণিতের নোবেল পুরস্কার বলে থাকেন। প্রতি ৪ বছর পরপর গণিতে বিশেষ অবদানের জন্যে এই পুরস্কার দেয়া হয়। এবছর যারা এই ফিল্ডস মেডাল পেলেন তাদের মধ্যে ছিলেন ইরানের গণিতবিদ মারিয়ম মিরজাখানি। ১৯৫০ সালে এই পুরস্কার দেয়া শুরু হলেও এই প্রথম কোন নারী এই পুরস্কার পেলেন।

কিন্তু কেন নারীরা বিজ্ঞান বা গণিতের মত বিষয় নিয়ে পড়াশোনা করছে না বা এ বিষয়গুলোতে তেমন সাফল্য দেখাতে পারছে না। শুনুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম এবং ঢাকার ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ায় কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী কামরুন নাহার সনির মন্তব্য।

Your browser doesn’t support HTML5

নারীরা কেন বিজ্ঞানে পুরুষদের তুলনায় পিছিয়ে আছে?