মহিলাদের ধূমপানের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ

নারী ধূমপায়ীদের ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দশটি দেশের মধ্যে রয়েছে বলে বিশ্বে ধূমপায়ীদের অবস্থান নিয়ে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।

ক্রোয়িশিয়ান ইন্সটিটিউট অব পাবলিক হেলথের গবেষণা প্রতিবেদনে এ তথ্য দিয়ে বলা হয়েছে মহিলাদের ধূমপানের ক্ষত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে বেকারত্ব ও উচ্চ মাত্রার মানসিক চাপ ধূমপানের অন্যতম কারণ।

এতে বলা হয় পশ্চিমা বিশ্বে ধূমপায়ীদের সংখ্যা কিছুটা কমলেও আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার নিন্ম আয়ের দেশগুলতে ধূমপায়ীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে বলা হয় ইউরোপীয় ইউনিয়নে এখনও প্রতি চারজনে একজন ধূমপান করেন।

এ প্রসঙ্গে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস এর সভাপতি ডাঃ আরুপ রতন চৌধুরী ভয়েস অব আমেরিকাকে বলেন বাংলাদেশে বর্তমানে মাদসাক্তদের ৯২ ভাগিই নারী। তিমি বলেন এরা ধূমপান দিয়ে শুরু করে ধীরে ধীরে মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ে।

তিনি বলেন WHO এর দেয়া তথ্য অনুযায়ী সিগারেটে বা তামাক জাতিয় জিনিষে একটি রাসায়নিক পদার্থ রয়েছে তা হচ্ছে নিকোটিন যা এখন মাদক হিসেবে স্বীকৃত।

Your browser doesn’t support HTML5

alam