আন্তর্জাতিক সাহসিকতা পদক পেলেন ২১ জন মহিলা 

মানবাধিকার, লিঙ্গ-ভিত্তিক সমতা ও মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে নের্তৃত্বদানকারী ভূমিকা রাখার জন্য, পররাষ্ট্র দপ্তর, ২১ জন মহিলাকে স্বীকৃতিদান ও পুরস্কারে ভূষিত করেছেI এ বছর, ৭ জন আফগান মহিলা, মরণোত্তর 'ইন্টারন্যাশনাল উইমেন অব ক্যারেজ' পদকে ভূষিত হয়েছেন, যাদেরকে ২০২০ সালে সমাজ সেবায় অংশ গ্রহণের সময় গুলি করে হত্যা করা হয়I

অন্যান্য পুরস্কার বিজয়ীরা হচ্ছেন, বেলারুশের কারারুদ্ধ বিরোধী নেত্রী, মারিয়া কোলেসনিকোভা, চীনের মানবাধিকার আইনজীবী, ওয়াং য়ু, ইরানের দাবা খেলোয়াড়, ইসারেহ বায়াত, ভেনেজুয়েলার শ্রম অধিকার সক্রিয়বাদী, আনা রোজারিও কন্ট্রেরাস এবং কঙ্গো'র মানবাধিকার সক্রিয়বাদী, জুলিয়েন লুসেঙেI