নারী কন্ঠ: শিক্ষাবিদ জেবুন্নেসা রহমানের সঙ্গে কথোপকথন

Zebunnessa Rahman, USIS

শাগুফতা নাসরিন কুইন

জেবুন্নেসা রহমান একজন শিক্ষাবিদ। তিনি কয়েক দশক ধরে শিক্ষা জগতের সঙ্গে সংশ্লিষ্ট।

আমেরিকায় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ব্যাপারে জেবুন্নেসা রহমান, শিক্ষার্থীদের পরামর্শ দেন, বিভিন্ন ভাবে সাহায্য করে থাকেন।

নারী কন্ঠ অনুষ্ঠানে, জেবুন্নেসা রহমান তাঁর কর্মজীবন ও সমাজকল্যানমূলক তৎপরতার কথা বলেন।

Your browser doesn’t support HTML5

নারী কন্ঠ: জেবুন্নেসা রহমান

এক সময় বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থী আমেরিকায় পড়তে এসেছেন তাদের কাছে জেবুন্নেসা রহমানের নাম অত্যন্ত সুপরিচিত। তিনি ঢাকায়, USIS এ কাজ করতেন। আমেরিকায় যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতেন, তাদের তিনি পরামর্শ দিতেন, সাহায্য করতেন। তিনি সে সময়ের অভিজ্ঞতার কথা বলেন।

Zebunnessa Rahman, Soroptimist International Club

বর্তমানে বহু শিক্ষার্থী অনলাইনে পড়াশুনা করেন। জেবুন্নেসা রহমান এ বিষয়ে মূল্যায়ন করেন।

তিনি Soroptimist International Club of Dhaka’র নির্বাহী কমিটির সদস্য। এই সংগঠনটি সম্পর্কে এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে তিনি বিস্তারিত ভাবে বলেন।

সব শেষে জেবুন্নেসা রহমান, তরুন শ্রোতাদের জ্ঞাতার্থে, তারা যদি যুক্তরাষ্ট্রে আসতে চান তাদের কি করা উচিত, কি ভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে বক্তব্য রাখেন।