প্রতিবন্ধকতা পেরিয়ে নারীদের এগিয়ে চলা

women

ভিক্টোরিয়া গ্রাহামকে বলা হয় বিউটি কুইন।কিন্তু তার যেই বৈশিষ্ট্যর কারণে তাকে অসাধারণ নারী হিসেবে আখ্যা দেয়া হয়েছে তা হচ্ছে তার প্রবল মানসিক শক্তি। তিনি একটি বিশেষ জেনেতিক অসুস্থতায় ভুগছেন এবং সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে তিনি এই বিরল জেনেটিক রোগের বিষয়ে সবাইকে অবহিত করতে চান।

ভয়েস আমেরিকার আনুশ আভেতিসানের প্রতিবেদন থেকে শোনাচ্ছি ভিক্টোরিয়ার জীবন কাহিনী।

আজকের দ্বিতীয় প্রতিবেদন ভয়েস অফ আমেরিকার ডিনা মিচেলের।

সিলিকন ভ্যালীতে অভিবাসি নারীরা কেমন করছেন কি ধরনের প্রতিকুল পরিস্থিতির মধ্যে দিয়ে তারা কাজ করেন সেই চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

শোনাচ্ছেন সানজানা ফিরোজ।

Your browser doesn’t support HTML5

প্রতিবন্ধকতা পেরিয়ে নারীদের এগিয়ে চলা