বাংলাদেশের নারীদের স্কুটি ব্যবহার এনে দিয়েছে জীবনে স্বচ্ছলতা

Women scooty

বিশ্বব্যাপী নারীদের জীবন দিন দিন খুব কঠিন হয়ে উঠছে। প্রতি নিয়ত তাদের সংগ্রাম করতে হচ্ছে বেঁচে থাকার জন্য। সন্তানদের একটু সুস্থ সুন্দর ভবিষ্যৎ দেবার জন্য এই নারীরা কি না করতে পারেন। আমরা দেখেছি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একজন নারী, একজন মা, প্রতিবন্ধি ছেলেকে পিঠে করে পরীক্ষাকেন্দ্রে নিয়ে গেছেন। তিনি যখন থেকে জেদ ধরেন ছেলেকে একটু সুন্দর আগামী দেবার তখন তার পাশে কেউ ছিলোনা। তিনি পরিশ্রম করে গেছেন। ছেলে যখন স্কুলের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে স্থান করে নেয় তখন সবাই ঘুরে তাকায়। তখন গল্পের মতো করে শুনতে থাকে ঐ মায়ের কষ্টের কাহিনী। কাহিনী অন্যদের কাছে কিন্তু ঐ মায়ের কাছে এটি ছিল একটি চরম বাস্তব। এমনই দুই নারীর বাস্তব চিত্র নিয়ে আজকের নারীকণ্ঠ।

Your browser doesn’t support HTML5

womens-voice