সমাজের চোখে ধর্ষিতারা না ধর্ষণকারীরা অপরাধী?

কারা অপরাধী? ধর্ষিতারা? কারণ তারা স্বাধীনচেতা, স্বাধীনভাবে চলতে চায়, যা সমাজের কিছু মানুষ মেনে নিতে পারেনা। নাকি ধর্ষণকারীরা যারা অনায়াসে এমন অপরাধ করেও সমাজকে, বিচার ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বীরের মতো চলাফেরা করছে।
দোষ আসলে কার? সমাজের? মানুষের দৃষ্টিভঙ্গির? শিক্ষার অভাব? পরিবারের?
আজকের নারীকণ্ঠ আবারও ধর্ষণ নিয়ে। পরিসংখ্যান বলছে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন অন্তত ৪ থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটছে। এই পরিসংখ্যান শুধু সে ঘটনাগুলো যেগুলো পত্রিকার পাতায় জায়গা করে নিচ্ছে। করনা মহামারীর মাঝে ধর্ষণ ও যেন আরেক মহামারী।

আজকের অতিথি;
সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ
আজিজুল হুক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম
আতিকা রোমা, প্রতিষ্ঠাতাও টিম লিডার, যাবো বহুদূর

Your browser doesn’t support HTML5

সমাজের চোখে ধর্ষিতারা না ধর্ষণকারীরা অপরাধী ?