নারীকে মানুষ হিসেবে তার অধিকারটুকু দিন

আজ বিশ্ব মানবাধিকার দিবস। এই দিবসে নারীদের দাবী লিঙ্গ ভিত্তিক নয় হিসেবে নয় মানুষ হিসেবে অধিকার অর্জনে সহায়তা। মানুষের মনে ভেদাভেদ তৈরি হয় তখনি যখন লিঙ্গের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হয়। কিন্তু আপনি যখন মানুষ হসেবে বিবেচনা করতে যাবেন তখন কিন্তু অনেক কিছু সহজ হয়ে যায়। যেমন ধরুন নারীদের স্কুটি চালানো অথবা গাড়ির কারখানাতে কাজ করা, এসব কিছু অনেকের কাছে দৃষ্টিকটু কিন্তু ঐ লিঙ্গ ভিত্তিক চিন্তা চেতনা থেকে বেরিয়ে এসে, মানুষ হিসেবে একজনকে বিবেচনা করলে ঐ দৃশ্যটি দৃষ্টিকটু হয়না। আমি নারী তাই আমার থাকতে নেই স্বাধীনতা থাকতে নেই অধিকার কিন্তু মানুষ হিসেবে বাঁচতে গেলে আমার স্বাধীনতার, অধিকারের প্রয়োজন রয়েছে।

বিশ্ব মানবাধিকার দিবসে এটাই একমাত্র চাওয়া হোক, নারীকে মানুষ হিসেবে তার অধিকারটুকু দিন।

Your browser doesn’t support HTML5

নারীকে মানুষ হিসেবে তার অধিকারটুকু দিন