রোহিঙ্গাদের সহায়তায় ১৬৫ মিলিয়ন ডলার অর্থ অনুদান দিয়েছে বিশ্বব্যাংক

World Bank

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় বিশ্বব্যাংক ১৬৫ মিলিয়ন ডলার অর্থ অনুদান হিসেবে দিয়েছে। এ লক্ষ্যে বুধবার ঢাকায় বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি মোতাবেক ওই অর্থ দিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নানাবিধ চাহিদা ও প্রয়োজন মেটানো হবে। এর আওতায় বর্তমান ক্যাম্প এবং এর সংলগ্ন এলাকায় ৫৩টি বহুমুখী ব্যবহার উপযোগী দূর্যোগকালীন আশ্রয় কেন্দ্র ও ২০০ কিলোমিটার রাস্তা নির্মাণ এবং দুই লাখ রোহিঙ্গা জনগোষ্ঠির পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা তৈরি ও রাস্তায় দেড় হাজার বৈদুতিক বাতি দেয়া হবে। ঢাকায় বিশ্বব্যাংক জানিয়েছে, এই অর্থের মাধ্যমে জরুরি মৌলিক চাহিদা মেটানোর পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা রোধেও কার্যকর ভ‍‍ূমিকা রাখবে। গতবছরের জুনে বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তায় যে ৪৮০ মিলিয়ন ডলার অর্থ অনুদানের ঘোষণা দিয়েছিল বর্তমান অর্থ অনুদান তার এই অংশ বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ঢাকা থেকে আমীর খসরুর প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

রোহিঙ্গাদের সহায়তায় ১৬৫ মিলিয়ন ডলার অর্থ অনুদান দিয়েছে বিশ্বব্যাংক