শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Chilles Majabvi Zimbabwe Criket Fan

কিছুক্ষনের মধ্যেই বিশ্বকাপ ক্রিকেটের মাঠে মেলবোর্নে শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। তবে আবহাওয়া সুবিধাজনক নয় বলে অনেকে কিছুটা শংকা প্রকাশ করছেন।

বুধবার ব্রিসবেনে আয়ারল্যাণ্ড হারিয়ে দিল সংযুক্ত আরব আমিরাতকে ২ উইকেটে।

স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি ঝড়ে উড়ে গেল, দুটি দলই একটি করে পয়েন্ট পাওয়ার পর বাংলাদেশ আজ বৃহষ্পতিবার ব্যাটে বলে পাল্লা দেবে আগের এক বিশ্বকাপ জয়ী দল শ্রীলংকার সঙ্গে।

আপর ম্যাচে আফগানিস্তানের খেলা স্কটল্যাণ্ডের সঙ্গে।

বিশ্বকাপে এবার রাণের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইণ্ডিজের ক্রিস গেইল। ২১৫ রাণের এক পাহাড়। বিশ্বকাপে কয়েকটি সেরা রাণ – মনে পড়ছে? দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টন ১৮৮ রাণ, সৌরভ গাঙ্গুলীর ১৮৩, ভিভ রিচার্ডসের ১৮১ আর কপিল দেবের ১৭৫ রাণ।

আজ ২৫শে ফেব্রুয়ারী সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার অস্ট্রেলিয়ার স্যার ডনাল্ড ব্রাডম্যানের মৃত্যুবার্ষিকী। ভক্তদের কাছে ‘দ্য ডন’ বলে সুপরিচিত ডন ব্রাডমানের রেকর্ড ছিল টেস্ট ক্রিকেটে। ১২টি ২শো রাণের রেকর্ড।

Your browser doesn’t support HTML5

ওয়ার্ল্ড কাপ