বিশ্বকাপের মাঠ এখন সেমি ফাইনালের জন্য তৈরী

সেমিফাইনালে একদিকে মঙ্গলবারে খেলবে ২ বার ১৯৩০ আর ১৯৫০ সালে বিশ্বকাপ জয়ী উরুগুয়ে এবং নেদারল্যাণ্ডস যে দলটি ২বার ১৯৭৪ আর ১৯৭৮ সালে ফাইনালে খেলেছে কিন্তু শিরোপা জয় করেনি। আর বুধবার অপর ম্যাচে মুখোমুখি হবে ইওরোপের দুই দক্ষ দল – জার্মানী আর ইওরোপীয় চ্যাম্পিয়ান স্পেন। নেদারল্যাণ্ডস কোয়ার্টার ফাইনালে তুখোড় ব্রাজিলকে পরাজিত করলেও, দলের কোচ সতর্ক করে দিয়েছেন যে – ‘উরুগুয়েকে যেন তারা খাটো করে না দেখে’। তার কথায় – ‘এই দল লড়াই করতেই মাঠে নামে এবং তারা শেষ পর্যন্ত সফল হয়’।

ওদিকে আর্জেন্টিনাকে ৪ – ০ গোলে হারিয়ে, জার্মান দল এবার প্রমান করেছে ফুটবল দলগত খেলা, কোন একক তারকার ওপর নির্ভর করে জয় ছিনিযে নেওয়া সম্ভব নয়। তার প্রতিদ্বন্দ্বী স্পেনও দলগত সমন্বয়ের কৌশল নিয়েই পাল্লা দেবে।

দক্ষিণ আফ্রিকা থেকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী জানালেন – ব্রাজিল দল দেশে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই কোচ দুঙ্গাকে সরিযে দেওয়ার কথা ঘোষণা করা হলো। কিন্তু আর্জেন্টিনার কোচ মারাডোনাকে তার দেশ বলেছে – ‘দোহাই আপনার, আপনি দায়িত্ব থেকে সরে যাবেন না’।