বিশ্ব পরিবেশ দিবস: প্লাস্টিক দূষণ বিষয়ে ড. বিমল কান্তি পালের মূল্যায়ন

Bangladeshi people walk across a bridge on the river Buriganga, choked with plastic and other waste, in Dhaka, Bangladesh, Monday, June 4, 2018.

শাগুফতা নাসরিন কুইন

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দূষণের হাত থেকে এ বিশ্বকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে প্রতিবছর ৫ জুন দিবসটি পালন করা হয়।

Dr. Bimal Kanti Paul

ক্যানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের প্রফেসর এবং South Asia Center এর পরিচালক, ড. বিমল কান্তি পাল ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে বক্তব্য রাখেন।

তাঁর সঙ্গে কথা বলেন শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

ড. বিমল কান্তি পালের সাক্ষাৎকার