বিশ্ব তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে অরূপ রতন চৌধুরীর সাক্ষাত্কার
বাংলাদেশের এন জি ও সংগঠন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ ট্যা্স্ক ফোর্সের সদস্য তামাক বিরোধী বিশিষ্ট মতাদর্শি ডক্টর অরূপ রতন চৌধুরী দীর্ঘদিন কাজ করছেন তামাক মুক্ত সমাজ গড়ার লক্ষ নিয়ে। আমরা আগেও বহুবার তাঁর সঙ্গে কথা বলেছি বিষয়টি নিয়ে – আজ আবার কথা বলছি আজকের এই বিশ্ব তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে।