সংবাদ স্বাধীনতা আগে এমন হুমকির মুখে আর কখনো পড়েনি- বলেছে,রিপোর্টার্স উইদাউট বর্ডার্স

সংবাদ মাধ্যমের স্বাধীনতা এর আগে এমন হুমকির মুখে আর কখনো পড়েনি- বলেছে,রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আজ বুধবার প্রকাশিত তাঁদের বাৎসরিক সংবাদ স্বাধীনতা সূচকে।

সংবাদ মাধ্যমের অধিকার নিয়ে মতাদর্শি সংগ্রামে প্রবৃত্ত এ গোষ্ঠি জানাচ্ছে-বিশেষ করে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বলে পরিচিত দেশগুলোতে বিগত বছরটিতে সংবাদ স্বাধীনতার মাত্রা হ্রাস পেয়েছে।

বিতৃষ্ণাকর সব বিবৃতি-বয়ান,কঠোর-নির্মম আইন কানুন,স্বার্থের সংঘাত,এমনকি দৈহিক সহিংসতা দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বলে চিহ্নিত সরকারেরা ঐ স্বাধীনতাকে পদদলিত করছে।

রিপোর্টে বলা হয়- পোল্যান্ড,হাঙ্গেরী এবং তুরস্কের মতো দেশগুলোতে যেখানে কিনা স্বৈরশাসন-আদর্শের জয় জয়কার, সেসব স্থানে ঐ সংবাদ স্বাধীনতা হ্রাস সবচেয়ে প্রকট রুপে পরিদৃষ্ট হচ্ছে।

গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দেশগুলোয় এই যে হারে এ স্বাধীনতা হ্রাস পাচ্ছে, যাঁরা বোঝেন, তাঁরা উদ্বিগ্ন হয়ে অনুধাবন করছেন ঠিকই যে, সংবাদ মাধ্যমের স্বাধীনতাই যদি সুরক্ষিত না হয় তাহলে অন্য আর কোনো অধিকারেরই নিশ্চয়তা বিধান সম্ভব নয়- বলেছেন, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF-এর মহা সচিব ক্রীসটোফে ডেলোইর।

রিপোটার্স উইথাউট বর্ডার্সের বিশ্ব গণমাধ্যম সূচক ২০১৭ ‘তে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

লন্ডন থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।