আজ বিশ্ব বেতার দিবস

‘নতুন বিশ্ব’ ‘নতুন বেতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালিত হল বিশ্ব বেতার দিবস। বেতারের মাধ্যমে মানুষ অনেক অজানা তথ্য জানতে পারে। এছাড়া তাৎক্ষণিক কোনো তথ্য জনগণের কাছে পৌঁছে যায় প্রত্যন্ত অঞ্চলে। আর তাই বেতারকে ভালবেসে বেতার দিবস উপলক্ষে দূরদূরান্ত থেকে এসে মিলিত হয়েছে অনেক শ্রোতা।

তেমনি একজন নওগাঁর শ্রোতা পার্থ ঘোষ জানালেন, বিশ্বায়নের যুগে ভয়েস অফ আমেরিকার ডিজিটাল ভার্সন ভিডিও কনটেন্ট আমার কাছে বেশি ভালো লাগে।

Your browser doesn’t support HTML5

আজ বিশ্ব বেতার দিবস




আমার কাছে বর্তমানেও ২০টি অডিও ক্যাসেটে ভয়েস অফ আমেরিকা বিভিন্ন অনুষ্ঠান সংরক্ষণ করা আছে, বললেন চট্টগ্রাম থেকে আসা নূর মোহাম্মদ।

এছাড়া প্রবীণ শ্রোতারাও বেতার দিবসে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

মিতালী অনুষ্ঠানটি শ্রোতাদের মধ্যে যোগাযোগের মাধ্যম বললেন সাবেক যুগ্ম সচিব ওসমান গণী।

Your browser doesn’t support HTML5

আজ বিশ্ব বেতার দিবস


সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল ওয়ার্কশপের আয়োজন করেন।
তিনি বলেন, বিশ্ব বেতার দিবস উপলক্ষে আমরা ওয়ার্কশপের আয়োজন করেছি।


বেতার এমন একটি মাধ্যম যা যেকোনো স্থানে বসে শোনা যায়। বেতারের বিভিন্ন অনুষ্ঠান ও তথ্য মানুষের জীবনমান উন্নত করতে সহায়ক ভূমিকা রাখে।