বিশ্ব পানি দিবসে ড: আইনুন নিশাতের সাক্ষাৎকার

সহজলভ্য নিরাপদ সুপেয় পানি , বিজ্ঞান সম্মত নিষ্কাষণ ব্যবস্থা , বিজ্ঞান সম্মত স্বাস্থ বিধি এবং বুভুক্ষার বিরূদ্ধে সংগ্রাম– এ সবের মধ্যে সমন্বয় সাধন করতে হবে ; দু’ হাজার তেরো সালের বিশ্ব পানি দিবসের প্রত্যয় এটা।

এরই ভিত্তিতে আলোচনা করছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য – বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রফেসার আইনুন নিশাত।

এই মুহুর্তে প্রফেসার আইনুন নিশাত জার্মানির বন শহরে রয়েছেন জলবায়ু সংশ্লিষ্ট আন্তর্জাতিক এক বৈঠকে যোগদান উপলক্ষে। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন।

Your browser doesn’t support HTML5

সাক্ষাৎকার