ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ১৪৪তম

2016 World Press Freedom Index

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে বাংলাদেশের অবস্থানে যৎসামান্য পরিবর্তন হয়েছে। ২০১৫ সালে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম। চলতি বছর অবস্থান দাঁড়িয়েছে ১৪৪তম। ফ্রান্স-ভিত্তিক সংগঠন রিপোর্টার্স স্যানস ফ্রন্টিয়ার বা রিপোর্টার উইথআউট বর্ডারস বুধবার এ সূচক প্রকাশ করেছে। এই সূচকে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, বাংলাদেশে সংবিধান বা রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে সমালোচনাকে ভালো চোখে দেখা হয় না। যেসব সাংবাদিক বা ব্লগার এসব নিয়ে লেখার ক্ষেত্রে সেন্সরশিপের কাছে নতি স্বীকার করেননি বা সেন্সর করেননি তাদের আজীবন কারাবরণ বা মৃত্যুদ-ের মতো ঝুঁকিতে থাকতে হয়। স্পষ্টবাদী ধর্মনিরপেক্ষ ব্যক্তিরাও ইসলামপন্থী জঙ্গিদের লক্ষ্যে পরিণত হয়। তবে এর বাইরে অপেক্ষাকৃত কম সংবেদনশীল ইস্যুগুলোতে দেশটির গণমাধ্যম বহুমুখী ও যথেষ্টই স্পষ্টবাদী। সূচকের মতামতের সঙ্গে নিউএজ সম্পাদক নূরুল কবীর একমত পোষণ করেন। বলেন, এবারের সূচকের বিশ্লেষনে বলা হয়েছে, বিশ্ব নেতারা সাংবাদিকদের নিয়ে আতঙ্কে ভুগেন। আরএসএফ-এর সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফ ডেলওয়ার বলছেন, এটা দুর্ভাগ্যজনকভাবে স্পষ্ট যে বিশ্বের অনেক নেতাই বৈধ সাংবাদিকতা সম্পর্কে আতঙ্কিত হয়ে পড়ছেন। উল্লেখ্য যে, সূচকের স্বাধীনতায় শীর্ষস্থানে রয়েছে ফিনল্যান্ড। শীর্ষ ৫-এর মধ্যে রয়েছে নেদারল্যান্ড, ডেনমার্ক ও নিউজিল্যান্ড। এখানে যুক্তরাষ্ট্রের স্থান ৪১তম। সবচেয়ে নিচে রয়েছে ইরিত্রিয়া।
এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট