ডব্লিউটিটিসি: ২০১৬ সালে বিশ্বের প্রতি ১০টি চাকরির ১টির জোগান দিয়েছে পর্যটন খাত

FILE - Children play at a beach in Hammamet, Tunisia, Feb. 19, 2013.

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) এক সমীক্ষায় বলেছে ২০১৬ সালে বিশ্বের প্রতি ১০টি চাকরির ১টির জোগান দিয়েছে পর্যটন খাত।

ওই সমীক্ষাতে আরও বলা হয়েছে সমগ্র বিশ্বের জিডিপিতে এ খাতের অবদান ৭ লাখ ৬০হাজার কোটি মার্কিন ডলার, যা ১০.২ শতাংশের কাছাকাছি।

ডব্লিউটিটিসি বলেছেবাংলাদেশের সাম্প্রতিক কোনো প্রামাণ্য তথ্য পাওয়া না গেলেও ২০১২ সালে দেশটির শ্রমশক্তির ১.৮ শতাংশ পর্যটন খাতে নিয়োজিত ছিল। এতে আশা প্রকাশ করা হয়েছে ২০২৩ সাল নাগাদ বাংলাদেশের পর্যটন খাতে শ্রমশক্তির পরিমান দাঁড়াবে৪.২ শতাংশে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্প্রতি প্রকাশিত তথ্যানুসারে পর্যটন খাতের বৈশ্বিক অবস্থানে ১৩৬ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। এ খাতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট (পর্যটন)