নারী কণ্ঠ: বর্তমানে বিশ্বের সবচাইতে বিরাট উদ্বাস্তু সমস্যা ও নারীর সংকটাবস্থা

ওয়াশিংটনে গত কয়েক সপ্তাহ যাবত বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আলোচনা চলছে। বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে হলোকস্ট মিউজিয়ামে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল। যেখানে মুলতঃ ভয়েস অফ আমেরিকার বিশেষ কনট্রিবিউটার সাংবাদিক গ্রেটা ভ্যান সাস্টেরানের প্রযোজিত DISPLACED বা বাস্তুচ্যুত প্রমান্য ছবিটিতে তুলে ধরা বিষয়বস্তু এবং এই মর্মস্পর্শী পরিস্থিতিকে বিশ্ববাসীর কাছে কি উপায়ে সঠিকভাবে তুলে ধরা যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হলো।

প্রতিদিনের খবরাখবরে জানা যায় যে জাতিসংঘ এবং দেশ-বিদেশের সাহায্য পাঠানো হচ্ছে – বাংলাদেশ সরকারও শরণার্থীদের সাহায্য সহায়তার জন্য যথাসাধ্য করে চলেছেন, কিন্তু দিনে দিনে সংকট বেড়েছে।

এই অবস্থায় নারী–পুরষ, শিশু সকলেই দুর্ভোগের শিকার। এর মধ্যে শিশু ও বালিকা, তরুনী, মহিলা তাদের সংকট অনেক বেশী। রোহিঙ্গারা অত্যন্ত রক্ষণশীল এবং তাদের পরিবারের ঘর সংসারে মেয়েরা আজও অন্দর মহলেই রয়ে গেছে।

মিয়ানমারের বহু বছর ধরেই রোহিঙ্গা মুসলমানদের অবস্থান ভাল ছিল না। তাদের নাগরিকত্ব নেই, শিক্ষা-স্বাস্থ্য পরিচর্য়ার সুযোগ নেই। কর্মসংস্থানেরও সুযোগ তাদের নেই। তো যে সমাজে এই অবস্থা সেখানে মেয়েদের লেখাপড়া তেমন শেখানো হয় না, মা-বাবা মনে করেন কোন রকমে একটু বয়স হলে মানে ১৩-১৪ বছরেই বিয়ে দিয়ে দেন। সেটা সমাজ ব্যবস্থার কারণে। আর এসব বিষয় নিয়েই আজকের নারী কণ্ঠ। উপস্থাপন করছেন রোকেয়া হায়দার।

Your browser doesn’t support HTML5

নারী কণ্ঠ: বর্তমানে বিশ্বের সবচাইতে বিরাট উদ্বাস্তু সমস্যা ও নারীর সংকটাবস্থা