ইয়েমেনে বিদ্রোহীরা সৌদি অস্ত্র বিরতি পরিকল্পনা মেনে নিয়েছে

Presidential house, Sanaa, Yemen

ইয়েমেনে হুথি বিদ্রোহীরা বলেছে তারা সৌদি আরবের প্রস্তাবিত ৫ দিনের মানবিক অস্ত্র বিরতি পরিকল্পনা গ্রহণ করেছে। মঙ্গলবার থেকে তা শুরু হবে।

রাজধানী সানায়, সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের ভবনে সৌদি নেতৃত্বে কোয়ালিশনের জঙ্গী বিমানবহর বোমা বর্ষণ করার কয়েক ঘন্টা পরেই রবিবার ওই ঘোষণা করা হয। সালেহ সেখানে ছিলেন না বলে মনে করা হয়। পরে টেলিভিশনে ধ্বংশস্তুপের সামনে দেখা যায়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইয়েমেনে অস্ত্র বিরতির পরিকল্পনার কথা ঘোষণা করে। সেখানে সৌদিদের নেতৃত্বে কোয়ালিশন হুথিদের বিরুদ্ধে বিমান আক্রমণ অভিযান শুরু করে।