বিশ্ব যোগ দিবসের প্রস্তুতি শেষ ভারতে

রবিবার সকালে বিশ্ব যোগ দিবসের প্রস্তুতি এখন তুঙ্গে। একমাত্র যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনকে বাদ দিয়ে বিশ্বের বাকি ১৯২টি দেশে যোগ দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। দিল্লিতে সবচেয়ে বড় যে অনুষ্ঠানটি হবে, সেখানে রাজপথের ওপর ১,৪০০ মিটার দীর্ঘ জায়গা জুড়ে ৩৭,৫০০ জন এক সঙ্গে যোগ ব্যায়াম করবেন। তার জন্য মাদুর বিছোনোর কাজ শেষ। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদিও। ও দিকে, বিদেশ মন্ত্রি, সুষমা স্বরাজ আমেরিকায় রওনা হয়ে গিয়েছেন সেখানে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে।

খোলা আকাশের নিচে অনুষ্ঠান, তাই নিরাপত্তা নিয়ে উদ্বেগেও রয়েছে প্রশাসন। ও দিকে, এই অনুষ্ঠানের আয়োজন আর প্রচারের জন্য ১০০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে মনে করা হচ্ছে। আকাশবাণী আর দূরদর্শন রবিবারের অনুষ্ঠানটি সম্প্রচারের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে।

পশ্চিমবঙ্গেও দিনটি পালন করা হচ্ছে সরকারি উদ্যোগেই। রাজনৈতিক মহলের মত, নরেন্দ্র মোদি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সাম্প্রতিক সখ্যের এ-ও এক নমুনা।

Your browser doesn’t support HTML5

রবিবার সকালে বিশ্ব যোগ দিবসের প্রস্তুতি এখন তুঙ্গে ভারতজুড়ে