মার্কিন যুক্তরাষ্ট্রের হাইস্কুলের ছাত্ররা পরের বছর তাদের AP world History অথবা বিশ্ব ইতিহাসের পাঠ্যসূচীতে একটা বড় ধরণের পরিবর্তন লক্ষ করতে পারে।\
কলেজ বোর্ড একটি স্বাধীন সংস্থা যা মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিকাশ সমর্থন করে।এই অলাভজনক সংস্থাটি হাই স্কুলগুলিতে এপি প্রোগ্রাম এবং এপি পরীক্ষার নির্দেশ দেয়।স্কুলগুলি তাদের এপি শিক্ষণ প্রোগ্রাম এবং পরীক্ষাগুলি ব্যবহার করার জন্য কলেজ বোর্ডকে অর্থ প্রদান করে থাকে।
আজকের যুব সংবাদ পর্বে এ বিষয়ে VOA-এর সংবাদদাতা Phil Dierking এর প্রতিবেদনটির বাংলা রূপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
Your browser doesn’t support HTML5
প্রতিবেদনটির বাংলা রূপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত