উচ্চশিক্ষা লাভের খাতে নেওয়া ঋণ পরিশোধ করার এক নতুন উপায়

মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যারা পড়াশুনা করছেন অথবা অধ্যয়ন শেষ করে ডিগ্রিও পেয়ে গেছেন, উভয়েরই কিন্তু এই উচ্চশিক্ষা লাভের খাতে নেওয়া ঋণের পরিমাণ দিনে দিনে বেড়েই চলেছে।

সম্প্রতি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি উচ্চশিক্ষা লাভের খাতে নেওয়া এই ঋণ পরিশোধ করার এক নতুন উপায় প্রস্তাব করেছে।

গত দশ বছরে, কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির মতো প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রোগ্রামগুলি “Income share Agreements” অথবা “আয়ের অংশীদারিত্ব চুক্তি” গুলি ব্যবহার করেছে কারণ প্রশিক্ষণার্থীরা সরকারী ছাত্রঋণ গ্রহণ করতে পারে নি।

এ বিষয়ে আজকের যুবসংবাদ পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Phil Dierkingএর প্রতিবেদনটির বাংলা রুপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ।

Your browser doesn’t support HTML5

যুবসংবাদ পর্বে প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত