ইউনুসের হুশিয়ারি : হস্তক্ষেপকারীদের হাত ভেঙ্গে দেবো

গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপে বিরুদ্ধে কড়া হুশিয়ারি দিয়েছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার এক নারী সমাবেশে তিনি বলেন, আমাদের বলতে হবে, যে এটাতে (গ্রামীণ ব্যাংক) হাত দেবে আমরা তার হাত ভেঙে দেব। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক রক্ষায় নারীদের এগিয়ে আসতে হবে। এ ব্যাংকের গায়ে কেউ যেন একটা আঁচড়ও না লাগাতে পারে। উনূস বলেন, ৮৪ লাখ মহিলার গ্রামীণ ব্যাংককে সরকার দখলে নিতে চাচ্ছে। এজন্য সরকারের সঙ্গে বিরোধ চলছে। সরকার আমার উপর আক্রমণ করছে।


Your browser doesn’t support HTML5

শুনুন জহুরুল আলমের প্রতিবেদন