মিয়ানমারের সেনাপ্রধান ও উচ্চপদস্থ সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে ইইউ'র নিষেধাজ্ঞা

১৬ আগস্ট লুক্সেমবুর্গে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যা-নির্যাতনসহ ব্যাপকমাত্রায় বল প্রয়োগ করে রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করায় মিয়ানমারের সেনাপ্রধান এবং উচ্চপদস্থ সেনাকর্মকর্তাদের ইইউ এবং এর সদস্য কোন দেশে আমন্ত্রণ জানানো হবে না মর্মে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এছাড়া মিয়ানমারের সাথে বিদ্যমান সামরিক, নিরাপত্তা এবং অস্ত্র বিক্রয় সংক্রান্ত চুক্তিসমূহ পুনঃবিবেচনা করা হবে বলে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তে কতোটা ফললাভ হবে, মিয়ানমারের উপরে এই চাপ প্রয়োগ দেশটি কতোটা আমলে নেবে-সেসব প্রশ্নের বিশ্লেষণ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দফতরের সাবেক অর্থনৈতিক ও বাণিজ্য উপদেষ্টা এবং বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে বিশ্লেষক জিল্লুল হাই রাজী।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।